মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

সফরের সময় যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক
  • সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৯৪

মানুষের জীবনে সফর (ভ্রমণ) একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ বিষয়। কখনো কাজের জন্য, কখনো ইবাদতের জন্য আবার কখনো প্রয়োজনবশত আমরা ভ্রমণে যাই। ইসলামে সফরের গুরুত্ব যেমন রয়েছে, তেমনি রয়েছে কিছু সুন্দর দোয়া ও আদব।

রসুলুল্লাহ সা. আমাদের সফরের জন্য এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যা কেবল আমাদের সুরক্ষার জন্য নয়, বরং আল্লাহর ওপর ভরসা ও কৃতজ্ঞতার প্রকাশ হিসেবেও গৃহীত হয়।

সফরের দোয়া

عَنْ عَلِيٍّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَكِبَ دَابَّةً لِلسَّفَرِ كَبَّرَ ثَلَاثًا، ثُمَّ قَالَ سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ، اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا، وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ…”

অর্থ: পবিত্র তিনি, যিনি আমাদের জন্য এ বাহনটি করায়ত্ত করেছেন, অথচ আমরা তা আয়ত্তে আনার সামর্থ্য রাখতাম না। এবং অবশ্যই আমরা আমাদের প্রতিপালকের কাছেই প্রত্যাবর্তনকারী।

আরও পড়ুন: সুদান থেকে জেদ্দায় পৌঁছালো হজের প্রথম জাহাজ

হে আল্লাহ! এই সফরে আমরা তোমার নিকট চাচ্ছি পূণ্য, তাকওয়া ও তোমার পছন্দনীয় কর্ম। হে আল্লাহ! আমাদের জন্য এই সফরকে সহজ করে দাও, এর দূরত্ব আমাদের জন্য সংক্ষিপ্ত করে দাও। হে আল্লাহ! তুমি সফরে আমাদের সঙ্গী, আর ঘরে তুমি আমাদের রক্ষক। (মুসলিম)

সফরের সময় এই দোয়াটি পড়লে আল্লাহর সাহায্য ও বরকত লাভ হয়, বিপদ-আপদ থেকে নিরাপদ থাকা যায় এবং হৃদয়েও প্রশান্তি নেমে আসে। আমাদের উচিৎ, সব সময় নবীজির শিক্ষা অনুযায়ী এই দোয়াগুলোকে মুখস্থ রাখা এবং আমলে পরিণত করা। আল্লাহ তাআলা আমাদের সব সফর নিরাপদ, কল্যাণকর ও ইবাদতপূর্ণ করুন। আমিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর