
চট্টগ্রামের কর্ণফুলীতে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) দুপুরে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ ফরিদ জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।