বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

টেকনাফে বন্যার্তদের পাশে বাংলাদেশ কোস্ট গার্ড: ৩০০ পরিবারে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৩২

সাম্প্রতিক টানা বর্ষণে টেকনাফ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ায় পানিবন্দি হয়ে পড়া অসহায় ও ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন বিসিজি স্টেশন টেকনাফ রঙ্গিখালী ও ওবরাং এলাকায় এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় দুর্যোগকালীন সহায়তা এবং জনসাধারণের নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ কোস্ট গার্ড নিবেদিতভাবে কাজ করে আসছে।

তিনি বলেন, “টানা বৃষ্টির কারণে প্লাবিত টেকনাফের জনগণের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই ত্রাণ কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সহায়তা পায়, যা আপদকালীন পরিস্থিতিতে তাদের অনেকটা স্বস্তি দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর