বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

আনোয়ারা সাংবাদিক সমিতি’র কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন “আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)”র ২০২৫-২৬ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সময়ের আলো’র আনোয়ারা প্রতিনিধি এনামুল হক নাবিদকে সভাপতি দৈনিক ইনফো বাংলা’র প্রতিনিধি ফরহাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার অভিজাত একটি রেস্টুরেন্টে আসাসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিক্রমে আহ্বায়ক কমিটি ১৩ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন সুশীল (দৈনিক সংবাদ ও চট্টগ্রাম প্রতিদিন), সহ-সভাপতি হোসেন মোহাম্মদ ইকবাল বাহার (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান হৃদয় (দৈনিক ইত্তেফাক, সুপ্রভাত বাংলাদেশ ও বাংলাদেশ বেতার), অর্থ সম্পাদক মোঃ জাবেদুল ইসলাম (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন (দৈনিক মানবজমিন), প্রচার-প্রকাশনা ও পাঠাগার সম্পাদক শেখ আব্দুল্লাহ (দৈনিক জনবানী ও আজকের চট্টগ্রাম), তথ্য ও যোগাযোগ মোহাম্মদ নুরুল কবির (দৈনিক নয়া দিগন্ত)।

নির্বাহী সদস্য হিসবে রয়েছেন, রুপন দত্ত (নিউজ২১), মোহাম্মদ হুমায়ুন কবির সমুন শাহ (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণ), রতন কান্তি দাশ (দৈনিক যুগান্তর) । সদস্য দৈনিক আমার বার্তার প্রতিনিধি সাইদুর রহমান রনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর