মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে গ্লোবাল টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭০

চট্টগ্রাম ব্যুরো অফিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্যাটেলাইট টেলিভিশন গ্লোবাল টিভি’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ এবং সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আলী রাশেদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোব ফার্মা লিমিটেড-এর কর্মকর্তা এবং গ্লোবাল টিভির চট্টগ্রামের উপজেলা প্রতিনিধিরা।

বক্তারা বলেন, “সাংবাদিকতা শুধুই তথ্য পরিবেশনের কাজ নয়, এটি একটি সামাজিক দায়িত্ব ও পরিবর্তনের হাতিয়ার। গ্লোবাল টিভি প্রতিষ্ঠার শুরু থেকেই সত্যনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির চট্টগ্রাম অফিসের মোহাম্মদ রকিব, টিটন, উপজেলা প্রতিনিধি এম এ হামিদ, এরশাদ আলম, মিজানুর রহমান রুবেল, রিয়াজ উদ্দিন মাসুম, নাজিম উদ্দিন রানা, সোহাগ সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর