
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ এবং গনহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে চট্টগ্রাম নগরীতে সাইকেল র্যালির আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টস (সিইউসি) ও ফ্রিহুইলস ডট সিটিজি।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫ টায় অর্ধশতাধিক সাইক্লিস্টের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ র্যালি। নগরীর সিআরবি থেকে শুরু হয়ে জিইসি, ২ নং গেইট, মুরাদপুরসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিপ্লব উদ্যানে এসে র্যালিটি শেষ হয়।
এ সময় সাইক্লিস্টদের ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘সেনাবাহিনী সাড়া দিন ডাকছে তোমায় ফিলিস্তিন’, ‘গর্জে উঠো সালাহ-উদ্দীন, ডাকছে তোমায় ফিলিস্তিন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইক্লিস্টের সভাপতি আশিক সরকার বলেন, ফিলিস্তিনে চলমান গনহত্যা বন্ধে ও ত্রান সরবরাহের জন্য সীমান্তগুলো খোলার জন্য ইসরাইলকে বাধ্য করতে হবে।ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি ও তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। এই গনহত্যায় সরাসরি মদদদাতা পশ্চিমা বিশ্বকে এর জন্য চরম মূল্য দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
ফ্রিহুইলস ডট সিটিজির সদস্য মো. জাহিদ হাসান বলেন, ফিলিস্তিনের চলমান মুক্তির আন্দোলনে আমরা শুধু ইহুদিদেরই ঘৃণা করি অথচ এর পেছনের যে শক্তি, তাদের খেয়াল করি না। মুসলিম বিশ্বের শাসকেরা আজ ফিলিস্তিনের পক্ষ থেকে সরে এসে গনহত্যার মদদদাতা আমেরিকার পক্ষ নিয়েছে। আজকে ফিলিস্তিনের এই সমস্যাকে কোনো ধর্মীয় গণ্ডির মধ্যে রাখলে চলবে না, মানবতার দৃষ্টি দিয়ে বিচার করতে হবে। আমরা এই প্রতিবাদে অংশ নিয়েছি, যেন ফিলিস্তিনের প্রকৃত মুক্তি হয়। তাই আমাদের দাবি ফিলিস্তিনে যেন মুসলিম দেশগুলোর থেকে সামরিক সহায়তা প্রদান করা হয়, তাহলেই ইসরাইলি আগ্রাসন থেকে ফিলিস্তিন মুক্ত হবে।