
বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র চট্টগ্রামে প্রশাসনিক ভারসাম্য আনার লক্ষ্যে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক নেতৃবৃন্দ।
শনিবার (১২ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে “হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ” ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সভায় অংশ নেন চট্টগ্রামের খ্যাতনামা আইনজীবী ও সাংবাদিকরা।
সভায় সভাপতিত্ব করেন হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট এ.এস.এম. বদরুল আনোয়ার এবং সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাশেম কামাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ-এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
সভায় আরও বক্তব্য রাখেন— অ্যাডভোকেট বদরুল হুদা মামুন, চট্টগ্রাম আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট নাজিমউদ্দীন চৌধুরী, প্রাক্তন সেক্রেটারি অ্যাডভোকেট জাহেদ হোসেন মীর, প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট মাহবুবউদ্দীন আহমেদ, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট মোহাম্মদ বদরুল রিয়াজ, অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ, সিএমসিসিআই’র সহ-সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী, পেশাজীবী পরিষদের জানে আলম সেলিম, সাবেক সচিব ও কবি অভীক ওসমান, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আবদুল গাফফার মিয়াজী, প্রেস ক্লাব সদস্য মুস্তাফা নঈম, সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমান, বাসস-এর সিনিয়র সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ, সাংবাদিক কামরুল হুদা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এম.এ. কাদের ও বিজনেস বাংলাদেশ ব্যুরো চীফ জাহাঙ্গীর আলম।
সভায় অ্যাডভোকেট বদরুল আনোয়ার বলেন, “চট্টগ্রাম বিভাগে ১১টি জেলা, ১০৩টি উপজেলা এবং ১২০টি থানা রয়েছে। এখানে দেশের প্রধান সমুদ্রবন্দর, বৃহত্তম শিল্প-কারখানা, ইপিজেডসহ বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠেছে। আমদানি-রপ্তানির ৮০ শতাংশ এবং জাতীয় রাজস্ব আয়ের ৬০ শতাংশ আসে এই অঞ্চল থেকে। অথচ এখানকার কোটি জনতার বহুদিনের ন্যায্য দাবী—হাইকোর্ট বেঞ্চ—আজও বাস্তবায়ন হয়নি।”
তিনি আরও বলেন, “চট্টগ্রামবাসীর এই দাবী আবেগ নয়, এটি একটি আইনগত অধিকার। হাইকোর্ট বেঞ্চ স্থাপিত হলে বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমবে এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত হবে।”
বক্তারা একমত পোষণ করেন যে, বিচারসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আইনি প্রক্রিয়া দ্রুততর করতে চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপন সময়ের দাবি হয়ে উঠেছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।