
সীতাকুণ্ডের সার্বিক উন্নয়ন এবং একটি সন্ত্রাস ও বেকারমুক্ত সমাজ গঠনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্ণর ও বিশিষ্ট সমাজসেবক লায়ন আসলাম চৌধুরী।
১২ জুলাই (শনিবার) সীতাকুণ্ড উপজেলার এলকে সিদ্দিকী স্কয়ারে লায়ন আসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায়, জেএএম সংস্থার উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ব্যবস্থাপনায় আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“সমৃদ্ধ ও পজিটিভ সীতাকুণ্ড গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগে সহমর্মিতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা—এসবের জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন,“সীতাকুণ্ডের জন্য আমাদের এই সেবা কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ। শিক্ষার প্রসার, মেধাবৃত্তি, কর্মসংস্থান, নারী উন্নয়নসহ প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্রে আমরা আন্তরিকভাবে পাশে থাকব।”
প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা বখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: চিকিৎসক সমন্বয়কারী ডা. মো. ঈসা চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ১ম ভাইস গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন, পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব ডা. খোরশেদ জামিল চৌধুরী, বিএনপি নেতা কাজী মহিউদ্দিন, ডা. জাকের হোসেন, ডা. মোনাইম ফরহাদ, মোরসালিন প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন। ফ্রি হেলথ ক্যাম্পে বিভিন্ন বিষয়ে শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পুরো হেলথ ক্যাম্প কার্যক্রমে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ডা. মোহাম্মদ ঈসা চৌধুরী।
এসময় উপস্থিত চিকিৎসকরা জানান, এই ধরণের উদ্যোগ সীতাকুণ্ডবাসীর স্বাস্থ্য সচেতনতা ও সেবাপ্রাপ্তির পথ সুগম করবে।