বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

সাতকানিয়ায় জুলাই যোদ্ধাদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২১১

জুলাই বিপ্লবকে কোন চাঁদাবাজ সন্ত্রাসবাদের কাছে হারতে দেওয়া যাবে না, শনিবার (১২ জুলাই) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলায় একটি হলরুমে আয়োজিত জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু নাছের বলেন, জুলাই বিপ্লবে আহত ও নিহতদের রক্তের বিনিময়ে স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।নতুন বাংলাদেশে নতুন করে কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দেওয়া যাবে না।জুলাই বিপ্লবকে কোন চাঁদাবাজ সন্ত্রাসবাদের কাছে হারতে দেওয়া যাবে না।
এসময় তিনি সম্প্রতি ঘটে যাওয়া চাঁদার জন্য নির্মমভাবে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাতকানিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর হামিদ উদ্দীন এর সভাপতিত্বে ও সেক্রেটারি জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শুরা সদস্য এম ওয়াজেদ আলী, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর