
একটি নতুন সকাল, একটি মানবিক আয়োজন, আর হাজারো মানুষের মুখে প্রশান্তির হাসি—সীতাকুণ্ডের এল কে সিদ্দিকী স্কয়ার যেন পরিণত হয়েছে এক মানবসেবার মিলনমেলায়। গরীব, অসহায় ও নিম্নআয়ের রোগীরা যেন ফিরে পেয়েছেন আশার আলো।
আর ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের এই অনন্য আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় নিজ হাতে ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের মুহূর্তে চারপাশে ছিল মানুষের ভীড়, ডাক্তারদের প্রস্তুতি আর মুখে মুখে একটাই কথা—আজ অন্তত ভালো একটা চিকিৎসা হবে!
চিকিৎসা ক্যাম্পে অংশ নেন ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক, যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিশেষায়িত বিভিন্ন হাসপাতাল থেকে এসেছেন। মেডিসিন, নিউরো মেডিসিন, হৃদরোগ, নাক কান গলা, দাঁত, শিশু, ফিজিক্যাল মেডিসিন, চর্ম, অর্থপেডিক্স, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, ইউরোলজি, নেফ্রোলজি, ডায়াবেটিস, কিডনি, সার্জারীসহ প্রায় সব ধরনের রোগের জন্য ক্যাম্পে ভিন্ন ভিন্ন কক্ষ ও চিকিৎসক রয়েছেন।
আয়োজকেরা জানান, সেবা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন ১৫শ জন রোগী, আর রেজিস্ট্রেশন ছাড়া আরও প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিতে এসেছেন, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। চলমান রয়েছে রেজিস্ট্রেশন কাজ।
সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের উত্তর কেদারখীল গ্রামের আশরাফ উদ্দিন বলেন, গ্যাস্ট্রিক আর বুকের ব্যাথার সমস্যা নিয়ে অনেকদিন কষ্ট পাচ্ছি। সরকারী হাসপাতালে জায়গা হয় না, বেসরকারীতে খরচ লাগে অনেক। আজ এখানে বিনা খরচে ডাক্তার দেখিয়ে চিকিৎসা পেলাম।
তার মতো অসংখ্য মানুষের চোখেমুখে দেখা গেছে স্বস্তির ছাপ। গরম, ভীড় সবকিছু সহ্য করেও সবাই অপেক্ষা করছেন।
এই চিকিৎসা ক্যাম্পে দেখা গেছে সকল শ্রেণী ও বয়সের মানুষ। শিশুদের কোলে নিয়ে এসেছেন মা-বাবা, অসুস্থ বৃদ্ধদের ধরে নিয়ে এসেছেন ছেলেরা। কেউ এসেছেন চর্মরোগ নিয়ে, কেউ ডায়াবেটিস, কেউ বা একটানা মাথা ব্যাথায় কষ্ট পাচ্ছেন।
সাধারণ মানুষ এই উদ্যোগকে দেখেছে কৃতজ্ঞতা আর ভালোবাসার চোখে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক ও সেবামূলক আয়োজন ছিল। চিকিৎসকদের মধ্যে ছিলেন অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসক, যারা সম্মানের সঙ্গেই রোগীদের সেবা দিয়েছেন।
অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বলেন, সাধারণ মানুষের সেবা করাই রাজনীতির আসল উদ্দেশ্য হওয়া উচিত। আজকের এই আয়োজন সফল হবে মানুষের ভালোবাসায়। আমরা চাই, এ ধরনের আয়োজন নিয়মিত হোক।