মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

স্ত্রীকে ১১ টুকরো করে হত্যা: ঘাতক সুমন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪০

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির এক ফ্ল্যাটে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে লাশ ১১ টুকরো করে গুম করার চেষ্টা করা মামলার প্রধান আসামি ঘাতক স্বামী মোঃ সুমন (৩৫) কে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন ফুলবাড়িয়া এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-৭ ও র‌্যাব-৯।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৯ জুলাই রাতে সুমন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে এবং লাশের বিভিন্ন অংশ ঘরের নানা স্থানে রেখে গুমের চেষ্টা করে। সিকিউরিটি গার্ডের সন্দেহ ও উপস্থিতিতে ঘটনাস্থল থেকে রক্তাক্ত কাপড় ও শরীরের অংশবিশেষ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই ঘাতক সুমন বাসার গ্রিল ভেঙে পালিয়ে যায়।

পরবর্তীতে নিহতের বড় ভাই মো. আনোয়ার হোসেন রুবেল বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা (নং-২০, তারিখ: ১০/০৭/২০২৫, ধারা: ৩০২/২০১ পেনাল কোড-১৮৬০) দায়ের করেন।

র‌্যাব জানায়, সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহ এবং ঝগড়ার এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে ১১ টুকরো করে বাথরুমের কমোডে ফেলে দেওয়ার চেষ্টা করে।

গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম
প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর