
চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ ১৩ জুলাই (রবিবার) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার); অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারা।
সভায় বিগত মাসের জেলার সার্বিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয় এবং আসন্ন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কিশোর গ্যাং দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, অনিবন্ধিত হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
পুলিশ সুপার তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা তুলে ধরেন। তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং মাদক চোরাচালান রোধে জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক ফরিদা খানম তার বক্তব্যে বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।” তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ ও মানহীন হাসপাতালের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য সরকারি কর্মসূচিগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় জেলার বিভিন্ন উপজেলার ইউএনও, গোয়েন্দা সংস্থা, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।