বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

চন্দনাইশে ‘নবচিন্তা’ সেমিনারে উপদেষ্টা ফরিদা আখতার “ইচ্ছে ছিল, ঠিকে আছি, হারিয়ে যাইনি”

জাহাঙ্গীর আলম চৌধুরী চন্দনাইশ
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১০১

চট্টগ্রামের চন্দনাইশে অনুষ্ঠিত “নবচিন্তা: তরুণদের দক্ষতা ও উন্নয়নের যাত্রা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “ইচ্ছে ছিল, ঠিকে আছি, হারিয়ে যাইনি।”

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য শুরু করে তিনি বলেন, “অনারা বেগ্গুন কেন আছন? অনেকক্ষণ বয় থাক্কুন, কষ্ট হইয়ি।” তিনি বলেন, “গত বছর ১২ জুলাই আমি দায়িত্ব নিয়েছি। কতদিন থাকব জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি দেশের কল্যাণে কিছু কাজ করতে।”

তিনি আরও বলেন, “১৪ জুলাই তরুণরাই বাংলাদেশের প্রতিটি প্রান্তে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারকে বিদায় দিয়েছে। সেই আন্দোলনে নারীরা সাহসিকতার পরিচয় দিয়েছে। শহীদদের স্মরণ করে তিনি তরুণ সমাজকে সংগঠিত হওয়ার আহ্বান জানান, যেন ভবিষ্যতে আর কারো প্রাণ দিতে না হয়।”

চন্দনাইশে নিজের জন্মস্থান স্মরণ করে তিনি জানান, “আমি এসেই আমার দায়মা মালিকা বানুর খোঁজ নিয়েছি—তিনি আর বেঁচে নেই। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স করেছি, নোবেলজয়ী ড. ইউনূস ছিলেন আমার শিক্ষক।”

তিনি বলেন, “আমরা এমন উন্নয়ন চাই না, যেটায় মানুষ উপকৃত হয় না। বিনা পুঁজিতে নকশার প্রবর্তনা, শৈশব প্রবর্তনা এবং নষ্টছটা প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করছি। বিএসটিআই-তে বড় সমস্যা আছে—এখানে সংস্কার প্রয়োজন।”

প্রাণিসম্পদ খাত নিয়ে তিনি বলেন, “চন্দনাইশে ২৪ বছর চাকরি করা এক কর্মকর্তা রেড চিটাগাং ও মুরগি নিয়ে গবেষণা করেছেন। পার্বত্য এলাকার দেশি মুরগি খুবই পুষ্টিকর। হালদা নদীতে মাছ ধরা হয় না, পোনা সংগ্রহ হয়। এখানকার রুই, কাতলা, মৃগাল জাতীয় মাছের পোনা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতে হবে। এতে যুবসমাজ উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবে।”

চন্দনাইশ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন। আয়োজক ছিল স্বপ্নবিলাস বিদ্যা নিকেতন।

সেমিনারে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, অধ্যাপক ওমর ফারুক, অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, জামায়াত নেতা ড. শাহাদাৎ হোসেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক শাহজাদা হাসান আলী, চন্দনাইশ সমিতির সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা এম.এ হাশেম রাজু, টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর মোফাচ্ছেল হক প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের উদ্যোক্তা সাইফুদ্দীন। আরও বক্তব্য রাখেন ফারুকুল ইসলাম, নুরুল কবির সোহেল, শাহরিয়ার তাসিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর