মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১০১

টেকনাফের শাহপরী দ্বীপে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

শনিবার, ১২ জুলাই ২০২৫ তারিখ সকাল সাড়ে ৯টায় এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল টেকনাফ থানাধীন বড় ডেইল এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে একটি ব্যাটারি চালিত ইজি বাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তা থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিতে ইজি বাইক থেকে ১০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় দুজন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, দেশের উপকূলীয় অঞ্চলে মাদক পাচার প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর