মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন

ফেনীর পরশুরামে বন্যাদুর্গতদের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১০৭

সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে প্লাবিত হয়েছে ফেনী জেলার পরশুরামসহ আশপাশের বিভিন্ন এলাকা। এই বন্যা পরিস্থিতিতে ঘরবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। অসংখ্য পরিবার বাস্তুচ্যুত হয়ে আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছে। এই প্রেক্ষাপটে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১৩ জুলাই ২০২৫) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক বিবৃতিতে জানান, পূর্ব জোনের ব্যবস্থাপনায় ফেনীর পরশুরাম উপজেলার সাতকুচিয়া, দক্ষিণ বেড়াবাড়িয়া, শৈলিয়া, সাহেবনগর ও চিতলিয়া এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ। ত্রাণ বিতরণের পাশাপাশি আমরা সার্বিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।”

বন্যায় ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও সদর উপজেলার নিম্নাঞ্চলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় এখনো পানি না সরায় স্থানীয় জনগণ পানিবন্দি অবস্থায় রয়েছেন। তাদের মাঝে খাদ্য ও অন্যান্য জরুরি সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে।

এমন সংকটময় মুহূর্তে বাংলাদেশ কোস্ট গার্ডের এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে কিছুটা স্বস্তি ও আশার আলো জাগিয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত ছিল।

লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও জানান, “বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

উল্লেখ্য, কোস্ট গার্ড শুধু নিরাপত্তা ও উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকেনি; বরং মানবিক সহায়তা, সচেতনতা, দুর্যোগ প্রতিরোধসহ বিভিন্ন পর্যায়ে দেশের জনগণের পাশে দাঁড়িয়ে একটি দায়িত্বশীল বাহিনী হিসেবে নিজেদের ভূমিকা পালন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর