
চট্টগ্রামে কর্ণফুলী উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
১৩ জুলাই (রবিবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড়স্থ পুলিশ চেক পোষ্টের সামনে পাকা রাস্তার থেকে সাহাব উদ্দিন (৩৫) গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছ থেকে ৫’শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
১৪ জুলাই (সোমবার) দুপুর ২টায় দক্ষিণ শিকলবাহা বাদামতল মরিয়ম বাপের বাড়ীর বাজারের সামনে পাকা রাস্তার থেকে মোঃ নুর উদ্দিন(৩০) কে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
১৪ জুলাই (সোমবার) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরিফ।
গ্রেপ্তার সাহাব উদ্দিন (৩৫) কক্সবাজার জেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের সিকদার পাড়ায় ৫নং ওয়ার্ড হাজীর বাড়ীর মৃত আহমদ হোছাইন ছেলে।মোঃ নুর উদ্দিন (৩০) শিকলবাহা ইউনিয়নের মরিয়মের বাপের বাড়ীর মৃত মোঃ হাসেম ছেলে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ মোহাম্মদ জানান, গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।