
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ছবি অবমাননা, বিএনপি কার্যালয়ে হামলা, যুবদল নেতাকে হত্যা ও মসজিদের ইমাম হত্যার মতো বর্বর ঘটনার তীব্র প্রতিবাদ এবং এলাকায় চলমান চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপির অন্তর্গত ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ড যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন,”শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছবিতে অবমাননা শুধু একজন নেতার নয়, পুরো দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি চরম অবমাননার শামিল।”
বক্তারা আরও বলেন,”বর্তমান সরকার পরিকল্পিতভাবে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, খুন ও দমন-পীড়ন চালাচ্ছে। এসবের বিরুদ্ধে
যুবদল-স্বেচ্ছাসেবক দল রাজপথেই জবাব দেবে।”
বিক্ষোভ থেকে অবিলম্বে চাঁদাবাজি বন্ধ, হত্যার বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।