মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলা রেজিষ্ট্রার অফিস : নকল নবিস নির্বাচনে স্বৈরাচারের দোসরা

নিজস্ব প্রতিবেদক
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০৬

চট্টগ্রাম জেলা রেজিষ্ট্রার অফিসে নকল নবিস নির্বাচনে স্বৈরচারের দোসরদের পূনবাসনের চেস্টা চলছে। দীর্ঘ ২৩ বছর পর আগামী ১৯ জুলাই বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সদর ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামীলীগের রাজনৈতির সঙ্গে জড়িতরা জোট হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগপন্থী এসব প্রার্থীদের বিজয়ী করতে অফিসের দায়িত্বরত কর্মকর্তারা সহযোগিতা করছে।

আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন তিন নকলনবিশ নির্বাচনের প্রার্থী হলেন- সভাপতি পদে গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম ও অর্থ সম্পাদক পদে সমীর দত্ত। বিগত আওয়ামীলীগ সরকার আমলে তারা চট্টগ্রাম জেলা রেজিষ্ট্রার অফিসে আওয়ামীলীগের দাপটে নেতা ছিলেন। আওয়ামীলীগের বিভিন্ন কর্মসূচীতে তারা সর্সারি অংশ গ্রহণ করতেন। এছাড়া দলীয় প্রভাব খাটিয়ে নানা অপরাধে জড়িত ছিলেন।
তাদের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি জমা দিয়েছেন একটি গোয়েন্দা শাখা। এতে জৈনক হানিফ উল্লেখ করেন, ওই তিন প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং বিগত দিনগুলোতে ক্ষমতার দাপট খাটিয়ে সদর অফিসে নানা অনিয়ম দুনীতি ও অর্থ আত্মাসাদের সাথে জড়িত ছিল।

গোয়েন্দা অফিস সূত্রে জানা গেছে, বিষয়টি উচ্চ পর্যায় থেকে তদন্তাধীন রয়েছে! নাম প্রকাশ না করা শর্তে একজন নকলনবিশ জানিয়েছেন এ তিনজন মূলত পলাতক আওয়ামীলেিগর এজেন্ডা বাস্তবায়ন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর