মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

জামায়াত রুকনের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন জামায়াতের শোক

নিজস্ব প্রতিবেদক
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৩

চট্টগ্রাম মহানগরী জামায়াতের চান্দগাঁও থানা ৪ নম্বর ওয়ার্ডের রুকন জালাল উদ্দিনের মা আনোয়ারা বেগম (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৪ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার জানাজা একই দিন বাদ জোহর স্থানীয় মুকিম খন্দকার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজা ও দাফনে আরও উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ,চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার,মহানগর অফিস সেক্রেটারি হামেদ হাসান ইলাহী, চান্দগাঁও থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার,থানা এসিস্ট্যান্ট সেক্রেটারিগণ আজাদ চৌধুরী, ওমর গণি (৪ নম্বর ওয়ার্ড আমীর), ও হাফেজ মাওলানা আব্দুল আজিজ মুহাম্মদ শোয়াইব।

জানাজার নামাজ শেষে মরহুমাকে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমা আনোয়ারা বেগম ছিলেন মরহুম মৌলভী শামসুল আলমের স্ত্রী এবং এডভোকেট শফিক আহমদ, শাহ জালাল ও ওসমান—এই তিন সন্তানের জননী।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

এক শোকবার্তায় তাঁরা বলেন, “আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তাঁর গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর