মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও শিক্ষাঙ্গনে অস্থিরতার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৫৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গোপন গুপ্তচক্রের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে ১৪ জুলাই চট্টগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, “৫ আগস্ট পরবর্তী সময় থেকে একটি সংগঠন সুপরিকল্পিতভাবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মব গঠন করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন এবং রাজপথে সক্রিয় রয়েছে।”

তিনি আরও বলেন, “চট্টগ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ।”

মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, “গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশব্যাপী যে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে, জাতীয়তাবাদী ছাত্রদল তা প্রতিহত করতে মাঠে রয়েছে। ছাত্রদের অধিকার রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পক্ষে ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে।”

তারা স্মরণ করেন, গত বছর ১৬ জুলাই ২০২৪-এ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। “ওয়াসিমের রক্ত বৃথা যাবে না,” বলেন তুহিন।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীর, সালাহউদ্দিন শাহেদ, সামিয়াত আমিন জিসান, জিএম সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান (মাস্টার আরিফ), জহির উদ্দিন বাবর, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, খন্দকার রাজীবুল হক বাপ্পী, মোহাম্মদ ইসমাইল, মো. আনাছ, জাহেদ হোসেন খান জসি, নুর নবী মহররম, নুর জাফর নাইম রাহুল, ফখরুল ইসলাম শাহীন।

এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ—ইমরান হোসেন বাপ্পী, আবু কাউসার, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, কামরুল হাসান আকাশ, এনামুল হক, আবু হাসনাত জুয়েল, আব্বাস উদ্দিনসহ থানা, কলেজ ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর