মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৯

সীতাকুণ্ড প্রতিনিধি
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭৫

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় রত্না চৌধুরী (৪০) নামে এক মিনিবাস যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের আরো সাত যাত্রী গুরুতর আহত হয়।

সোমবার (১৪ জুলাই) সকাল পৌনে ১১ টার দিকে উপজেলার বড় কুমিরা এলাকায় ডিএবি পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রত্না উপজেলার বড় দারোগাহাট এলাকার বসন্ত চৌধুরীর স্ত্রী।

আহতরা হলেন, বাসের যাত্রী রত্না চৌধুরী (৪০), গৌরাঙ্গ বিশ্বাস (৪২), শাহিনুর ইসলাম (৪২), রাশেদ (৪৫), ইরফান (৯), মনোয়ারা বেগম (৪০) ও বাস চালক মোঃ জাহেদ (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১১টার দিকে কুমিরা ডিএবি পেট্রোলপাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী মিনিবাস। এ সময় রত্নাসহ বাসটির নয় যাত্রী আহত হন। আহতদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে গুরুতর আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ২টার সময় রত্না চৌধুরীর মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে একটি সিমেন্ট কোম্পানীর মালবোঝাই ট্রাক নষ্ট হয়ে মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ছিল। বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিতে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ৯ জন আহত হন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

রত্না চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম। তিনি বলেন, হাসপাতালে আনার পর রত্না চৌধুরীর মৃত্যু হয়েছে। হাসপাতালে একই দুর্ঘটনায় আহত আরো সাতজন চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর