মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এরশাদ উল্লাহ-নাজিমুর রহমানের

নিজস্ব প্রতিবেদক
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯৫

চট্টগ্রাম মহানগর বিএনপির নবগঠিত ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টায় নগরীর নসিমন ভবনের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব নাজিমুর রহমান।

বক্তব্যে আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, “বিএনপি একটি গণতান্ত্রিক ও জনগণের দল। আমরা সবসময় মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছি। কিন্তু বর্তমানে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে দেশনায়ক তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ব্যক্তিগতভাবে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এসব ষড়যন্ত্র অতীতেও সফল হয়নি, এবারও হবে না।”

তিনি বলেন, “নবগঠিত ওয়ার্ড কমিটির নেতারা আমাদের সংগঠনের প্রাণ। আপনাদের শৃঙ্খলা, আন্তরিকতা ও সাহসিকতার মধ্য দিয়েই সংগঠন আরও শক্তিশালী হবে। জনগণের পাশে থেকে আন্দোলন সফল করতে হবে।”

সভায় সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “দেশি ও বিদেশি কিছু অপশক্তি বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিতে চায়। তারা জানে, বিএনপি ছাড়া দেশে প্রকৃত গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। তাই তারেক রহমানকে নিয়ে ভয়াবহ অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু দেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। তারা মিথ্যা ও সত্যের পার্থক্য বোঝে এবং ভোটের মাধ্যমে তার জবাব দেবে।”

তিনি আরও বলেন, “নবগঠিত ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে—নিজ নিজ এলাকায় সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করুন, জনসংযোগ বাড়ান এবং তরুণদের সংগঠনে সম্পৃক্ত করুন।”

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ—এডভোকেট আব্দুস সাত্তার, এস.এম. সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু এবং নবগঠিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

সভা শেষে নেতৃবৃন্দ বলেন, “এই কঠিন সময় সংগঠনের জন্য একটি পরীক্ষা। সংগঠনকে শক্তিশালী না করে কোনো গণআন্দোলন সফল হয় না। তাই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলিত থেকে আন্দোলনকে বেগবান করতে হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর