
রংপুরের বেরোবি গেট
ছাত্র মিছিলে পুলিশের দলবদ্ধ পিটুনি
যায় না দমানো স্লোগান
যুবক যেন অটল সাহসী।
আন্দোলন ঠেকাতে এবার শুরু
পুলিশের বেপরোয়া গুলি
মৃত্যু আলিঙ্গনে প্রস্তুত
আবু সাঈদ অসীম সাহসী।
ক্যামেরার চোখে বন্দি যে ছবি,
হৃদয়ফ্রেমে গাঁথা
দেশময় যেন প্রতিজ্ঞা
বৈষম্যের দেয়াল ভাঙা।
চেতানো বুকে গুলির নির্মম ছবি
সবার চোখে আসে জল,
জুলাই বিপ্লবের মহানায়ক
আবু সাঈদ থাকবে চির অমর।
জুলাই বিপ্লবের পরতে পরতে
যেন মুক্তির আভাস
আবু সাঈদের রক্তে লেখা হলো
বৈষম্যের দেয়াল ভাঙার ইতিহাস।