
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের উদ্যেগে জুলাই শহীদ ওয়াসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশনে প্রায় ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আজহারুল ইসলাম বিপ্লব বলেন, “বীর চট্টলার শহীদ ওয়াসিমের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওয়াসিমের আত্মত্যাগ সকল প্রতিবাদীর অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। কোনো একদিন আবার কোনো প্রতিবাদীর মাঝে বাংলার মানুষ খুঁজে নেবে সেই সাহসী তরুণ ওয়াসিমকে। অমর হয়ে থাকবে তার সেই বজ্রকণ্ঠের ডাক—‘চলে আসুন ষোলশহর।’”
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। যে উদ্দেশ্যে ছাত্র-জনতা আন্দোলনে নেমেছিল—সামাজিক ন্যায়বিচার, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকার—তা এখনো পূর্ণতা পায়নি। তাই আজও রাজপথে সেই অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। আমরা চাই, ওয়াসিমদের আত্মত্যাগ সফল হোক।”
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মো. আব্দুর রহিম, সাঈদ মো. রেদোয়ান, মাসরুল আল ফাহিম, আজহারুল ইসলাম বিপ্লব, মেহেদী, সুজাত, সাদাফ, তাসিন ও ইস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।