মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

“কালের কন্ঠের সাংবাদিক ফারুক মুনিরের পিতার ইন্তেকাল “

নিজস্ব প্রতিবেদক
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯৩

কালের কন্ঠের চট্টগ্রাম ব্যুরোর প্রতিবেদক ফারুক মুনিরের পিতা আলহাজ্ব মনির আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

বার্ধক্য জনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি তিন পুত্র সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ জুট কর্পোরেশন সহ দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

বাদে আসর জানাজা শেষে তাকে ফেনীর সোনাগাজীতে দাফন করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক ফারুক মুনির।
এদিকে কালের কন্ঠের সাংবাদিক ফারুক মুনিরের পিতার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান সহ‍ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর