
চন্দনাইশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই (বুধবার) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন। পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহর সঞ্চালনায় সভার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. আবদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কবির হোসেন।
সভায় বক্তৃতা করেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ—মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ জহিরুল আলম, মোহাম্মদ জালাল আহমদ ও সেলিনা নাসরিন প্রমুখ।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিশুদের শেখার পরিবেশ উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।