
আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইমন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ইউনিয়নের খুরুস্কুল এলাকায় পারিবারিক খামারে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মোহাম্মদ ইমন ওই এলাকার মোহাম্মদ ইদ্রিচের ছেলে। তিনি নিজস্ব পোল্ট্রি ফার্মে দেখভালোর কাজ করতেন।
জানা গেছে, দুপুরে বিদ্যুৎ না থাকাবস্থায় ইমন ঘরে ত্রুটিপূর্ণ বিদ্যুতের কাজ করছিলেন। ঘটনার সময় বিদ্যুৎ সরবরাহ চালু হলে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়