
গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হয়, যাতে অংশগ্রহণ করেন প্রায় ৬৫০ জন প্রতিযোগী।
ম্যারাথনে অংশ নেন বিভিন্ন বয়সের সাধারণ শিক্ষার্থী, ক্রীড়াবিদ, সামাজিক সংগঠনের সদস্য, যুব সমাজ, এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত সাহসী যোদ্ধারা। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, যিনি প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। তিনি বলেন, “এই ম্যারাথন কেবল দৌড় নয়, এটি তরুণ সমাজের গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে এগিয়ে চলার প্রতীক।”
ম্যারাথনে দুই বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
মেয়ে বিভাগে ১ম হন শ্রাবণী চৌধুরী, ২য় তাবাসসুম সোবাহ, এবং ৩য় মোসাম্মাত সোহানা।
ছেলে বিভাগে ১ম স্থান অর্জন করেন মুসফিকুর রহমান, ২য় মোহাম্মদ সুমন এবং ৩য় আবু নসর।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। একইসঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা মুহূর্তটিকে আবেগঘন করে তোলে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ নোমান হোসেন, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ.কে.এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া অফিসার ও সাংবাদিকরা।
ম্যারাথনের প্রতিটি অংশগ্রহণকারীকে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।