মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

জুলাই শহীদ দিবসে লোহাগাড়া প্রেসক্লাবের দোয়া ও আলোচনা

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৭৫

 

জুলাই শহীদ দিবস উপলক্ষে লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৪) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রশিদ আহমদ। এরপর শুরু হয় আলোচনা পর্ব।

লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় এবং সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন—
যুগ্ম সম্পাদক কায়সার হামিদ তুষার, সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, অর্থ সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ.এইচ রাব্বি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলাম রিফাত, কার্যনির্বাহী সদস্য এম.এম আহমদ মনির, অধ্যাপক আবদুল খালেক, মুহাম্মদ রায়হান সিকদার, দেলোয়ার হোসেন রশিদী, সাত্তার সিকদার, আবুল কালাম আজাদ, আবদুল ওয়াহাব, নাহিয়ান চৌধুরী, মোছাদ্দেক হোসাইন, মোহাম্মদ ইউসুফসহ অনেকে।

সভায় বক্তারা বলেন— জুলাই শহীদ দিবস জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়, যা নতুন প্রজন্মকে দেশপ্রেম ও গণতান্ত্রিক অধিকার আদায়ের চেতনায় উদ্বুদ্ধ করে।

বক্তারা সেইসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, যারা গণআন্দোলনে আত্মত্যাগ করেছেন। পাশাপাশি যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

অনুষ্ঠানটি ছিল শান্তিপূর্ণ, ভাবগম্ভীর ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক স্মৃতিময় আয়োজন। লোহাগাড়া প্রেসক্লাব এই আয়োজনের মধ্য দিয়ে শহীদদের প্রতি সম্মান ও বর্তমান প্রজন্মের মাঝে সচেতনতা সৃষ্টি করতে চেয়েছে বলে জানান আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর