মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

চট্টগ্রামে ব্রয়লার মুরগি ও ডিমের দাম বেড়ে হাঁসফাঁস, কিছুটা স্বস্তি শুধু মাছ বাজারে

নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২১৯

চট্টগ্রামের খুচরা বাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম এক সপ্তাহের ব্যবধানে অস্বাভাবিক হারে বেড়েছে। এ নিয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। দাম বাড়ার কারণে ক্রেতাদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিক্রেতারাও, কারণ বিক্রি কমে গেছে বলে জানিয়েছেন তারা।

সপ্তাহখানেক আগেও যেসব বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হতো ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে, এখন সেখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। এক মাস আগেও এই মুরগি বিক্রি হতো ১৫০-১৬০ টাকা দরে।

চট্টগ্রামের কাজীর দেউড়ি মুরগি বিক্রেতা হৃদয় বলেন, “আমরা নিজেরা বেশি দামে কিনে আনতে বাধ্য হচ্ছি। গতকাল যে মুরগি ২১০ টাকা কেজিতে কিনেছি, তা বিক্রি করছি ২২০ টাকায়। এরপর পরিবহন ও অন্যান্য খরচও তো রয়েছে।”

ডিমের দামেও ঊর্ধ্বগতি। বর্তমানে খামারি ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১৩০-১৩৫ টাকা। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা এবং দেশি মুরগির ডিম ১৮০-১৯০ টাকা ডজন।

বাজার করতে আসা কাজীর দেউড়ির বাসিন্দা দিদার হোসেন বলেন, “গরুর মাংস কেনার সামর্থ্য নেই, খাসি তো আরও দূরের কথা। এখন ব্রয়লার মুরগিও নাগালের বাইরে চলে গেছে। শুধু সবজি খেয়েই টিকে থাকার সময় চলে এসেছে।”

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, “দ্রব্যমূল্য, ভাড়া, সবকিছু বাড়ে। কিন্তু আমাদের বেতন বাড়ে না। সরকার কি আমাদের দিকে একটিবারও তাকায়?”

তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। সরবরাহ বেড়ে যাওয়ায় কিছু কিছু সবজির দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। যেমন পাতাকপি ৩৫ টাকা, টমেটো ৪০ টাকা, শসা ও বেগুন ৫০ টাকা কেজি, শিম ৬০, করলা ১০০, চিচিঙ্গা ৭০, পটল ৫০ ও ঢেঁড়স ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচ এখনও ১২০ টাকা কেজি।

এছাড়া, মাছের বাজারেও তুলনামূলকভাবে স্থিতিশীলতা রয়েছে।

তেলাপিয়া কেজি ২০০ টাকা,পাবদা ৫০০ টাকা,পাঙ্গাস ২২০ টাকা,কাতল ৪২০ টাকা,রুই মাঝারি ৩৭০ টাকা,শোল বড় ৯০০ টাকা,চিংড়ি বড় ৯০০ টাকা

চট্টগ্রামের মাছ বিক্রেতা রাশেদ হাসান বলেন,“গত সপ্তাহে মাছের দাম একটু বেড়েছিল। এখন আবার কিছুটা কমেছে বা স্থিতিশীল। সরবরাহ ঠিক থাকলে দাম আর বাড়বে না।”

গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার টাকা কেজিতেই আগের দামে বিক্রি হচ্ছে।

চট্টগ্রাম শহরের বাজার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে, ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে জনসাধারণের অসন্তোষ বাড়ছে। নিত্যপণ্যের লাগামহীন দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা নেওয়ার দাবি উঠছে সাধারণ মানুষের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর