মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

চট্টগ্রামে রোটারি ক্লাবের ফল উৎসব সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাতে আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮৩

চট্টগ্রামে রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেটের উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ফল উৎসব। গতকাল ১৮ জুলাই সকাল ১১টায় বায়েজিদ লিংক রোডের আল বয়ান হিফ্জ ও ইয়াতীমখানায় এই উৎসব অনুষ্ঠিত হয়।

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো ও তাদের মাঝে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এ কে এম শহীদুল্লাহ চৌধুরী, আইপিপি রোটারিয়ান এস এম মুহিবুর রহমান, সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ হাসান, রোটারিয়ান মোহাম্মদ হাসান উদ্দিন, ইঞ্জিনিয়ার ফয়সাল আল আরফাত ও রোটারিয়ান নাজমা বেগম উপস্থিত ছিলেন।

প্রতিটি শিশুর হাতে মৌসুমি ফল তুলে দেওয়া হয়। এ সময় রোটারিয়ান শহীদুল্লাহ বলেন,“এই শিশুদের চোখের আনন্দই আমাদের প্রকৃত প্রাপ্তি। রোটারি শুধু সেবাই নয়, এটি একটি মানবিক আন্দোলন।”

ফল উৎসবটি ছিল ভালোবাসা, সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ।

রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর