
বান্দরবান থেকে পদযাত্রা শুরু করে আজ রাতে চন্দনাইশের খাঁন হাটে পথসভা করতে যাচ্ছে নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতা আনাস মোহাম্মদ চন্দনাইশে আজ ১৮ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, “এটি কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জনগণের ন্যায্য অধিকার আদায়ের প্রতিফলন। নিপীড়িতদের স্বপ্ন বাস্তবায়নের পথে এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”
সংবাদ সম্মেলনে তিনি জানান, পদযাত্রা হবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সহনশীলতার ভিত্তিতে। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করে বলেন, “গোপালগঞ্জের মত সহিংস পরিস্থিতি যেন না হয়, সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা সংঘাতে নয়, সংলাপে বিশ্বাস করি। জনগণই আমাদের শক্তি। এই পথচলায় সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষের পাশে চাই।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা মো. তৈয়ব আলী, আয়ুব মিয়াজী, ওবাইদুল হাসান ইমন ও আবদু রাব্বি।
আজ রাতেই চন্দনাইশ খাঁন হাটে বড় জনসমাগমের আশা করছেন আয়োজকরা।