মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, থাকবে লেভেল প্লেয়িং ফিল্ড- প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮৭

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সবার জন্য থাকবে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লার ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন হবে বলে জানিয়েছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের, এবং সেটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই করা হবে। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন আরও ভালো হবে।”

সংসদ নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ও নির্বাচন কমিশন আলোচনা করছে। সবাই আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে।”

‘দ্য নেক্সট ওয়েভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টেডএক্স অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, অ্যাস্ট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকি’র সিইও রেদওয়ান রনি, লেখক ডেল এইচ খান, কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর