মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

পটিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

রনি কান্তি দেব পটিয়া, চট্টগ্রাম
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৪৫

চট্টগ্রামের পটিয়ায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ঊর্মি আক্তার (২০) নামে এক গৃহবধূ।নিহত ঊর্মি আক্তার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সফর মুল্লুক হাজী বাড়ির মোজাম্মেল হকের স্ত্রী এবং আহমতুল্লাহ হকের মেয়ে।

রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঊর্মির বড় বোন সুমি আক্তার অভিযোগ করে বলেন, এটি আত্মহত্যা নয়; দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই সেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। “তিন বছর আগে মোজাম্মেলের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাকে মারধর করত। আমরা একাধিকবার টাকা-পয়সা ও উপহার সামগ্রী দিয়েছি, কিন্তু নির্যাতন থামেনি। আমার বোন এসব সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।”

এবিষয়ে এসআই কামরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ  ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর