
বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়-এর এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মেরিন চীফ ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী।
গতকাল ১৯ জুলাই দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভার মাধ্যমে তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডা. মোস্তাফিজুর রহমান আশেক। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা ছিদ্দিকী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এপিপি অ্যাডভোকেট পুষ্প সুলতানা, প্রধান শিক্ষক মো. কচির উদ্দিন (দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), কণ্ঠশিল্পী রিদুয়ানুল কবির চৌধুরী, গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট মিজবাহ উদ্দীন, মাস্টার শাহজাহান, আমির হোছাইন, ওসমান গণি, সাহাব উদ্দীন ও মো. নাদির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী মো. শহীদুল আলম ও মোহাম্মদ কামাল উদ্দীন। আয়োজন কমিটির আহ্বায়ক ছিলেন মো. নুরুল হোসাইন।
দায়িত্বগ্রহণ উপলক্ষে নবনির্বাচিত সভাপতি জিয়াউর রহমান চৌধুরী বিদ্যালয় উন্নয়নে তিন লক্ষ টাকা অনুদান দিয়ে আজীবন দাতা সদস্য হন। এছাড়া ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এক লক্ষ টাকা প্রদান করে এককালীন দাতা সদস্য হন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুজিবুর রহমান পঞ্চাশ হাজার টাকা অনুদান দেন।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, “বিদ্যালয়ের গৌরব পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।”
সভাপতি জিয়াউর রহমান চৌধুরী বলেন, “এই গুরু দায়িত্ব পালনে আমি সকলের সহযোগিতা চাই। আমরা এই বিদ্যালয়কে বাঁশখালীর একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের জন্য আন্তরিকভাবে কাজ করবো।”