
ঢাকা উত্তরা দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কুল শিক্ষার্থীসহ ১৯ জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেসক্লাব।
এক শোকবার্তায় চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম, সদস্য গোলাম মওলা মুরাদ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, “এটি একটি বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানি জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে জন্য যথাযথ তদন্ত ও সতর্কতা গ্রহণ জরুরি।”
চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দ আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অনেককে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।