মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বারআউলিয়া হাইওয়ে পুলিশ।

সোমবার (২১ জুলাই) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর সাঙ্গু গ্যাস ফিল্ড সড়ক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সলিমপুর সাঙ্গু গ্যাস ফিল্ড সড়কের মুখে লাশটি পড়ে থাকার খবর পেয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ব্যক্তির কোমরের ওপরের অংশে শরীর থেঁতলানো, মুখে আঘাতের চিহ্ন ছিল।

বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন জানান, ধারণা করা হচ্ছে, ভোরে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর