মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

চকবাজারে সাংবাদিকদের ওপর শিবিরের হামলা: সিটিজি পোস্টের সাংবাদিকদের মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৫২

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে চলমান সংঘর্ষ কভার করতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। হামলায় আহত হয়েছেন সিটিজি পোস্ট-এর সাংবাদিক হাসান সৈকত, নিউজ টুডে-এর আব্দুর রহমান ইমন এবং ওমর ফারুক।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রবিবার দিবাগত রাত ১টার দিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সাংবাদিকরা। এসময় শিবিরের কর্মীরা সিটিজি পোস্টের সাংবাদিক হাসান সৈকতের ওপর হঠাৎ চড়াও হয়। তাকে ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও ছিনতাই হওয়া মোবাইলটি ফেরত মেলেনি।

এর কিছুক্ষণ পর চট্টশরী রোড এলাকায় পৌঁছালে ইমন ও ওমর ফারুকের উপর দ্বিতীয় দফায় হামলা হয়। ইমনের মাথায় ছুরি ধরে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং লাঠি দিয়ে মারধর করা হয় বলে জানান ভুক্তভোগীরা।

সাংবাদিক হাসান সৈকত বলেন, “আমি ভিডিও করছিলাম। হঠাৎ কয়েকজন আমাকে ঘিরে ধরে গালাগাল শুরু করে এবং মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। আমি ভীষণ আতঙ্কিত।”

আব্দুর রহমান ইমন বলেন, “চকবাজার থেকে ফেরার পথে হঠাৎ আমাদের সিএনজির গতিরোধ করে হামলা চালায়। আমাদের ওপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়।”

চকবাজার থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর সাংবাদিক সমাজে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের গণমাধ্যমকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, “সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলা কেবল ব্যক্তি নয়, বরং সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপরই সরাসরি হুমকি।”

উল্লেখ্য, এর আগেও চকবাজার এলাকায় ছাত্রশিবিরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উঠেছিল। এবারের ঘটনায় ফের নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে সাংবাদিক মহলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর