মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

চন্দনাইশে বিএনপি নেতা রাহীর বৃক্ষরোপণ ও চারা বিতরণ

রনি কান্তি দেব
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৩১

পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা ও সমাজসেবক শফিকুল ইসলাম রাহী।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে খাগরিয়া ইউনিয়নে শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি নিজেই। “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” — এই প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচির আওতায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, সামাজিক কেন্দ্র, রাস্তার পাশে ও উন্মুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম রাহী বলেন, “পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। শুধু গাছ লাগালেই হবে না, গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একটি গাছ মানে একটি জীবনের আশ্রয়।” তিনি জানান, প্রতিটি গাছ টিকিয়ে রাখতে স্থানীয়ভাবে ‘গাছ অভিভাবক’ নিয়োগ এবং একটি স্বেচ্ছাসেবী মনিটরিং টিম গঠন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা শফিক উল্লাহ মাহমুদ, এস. এম. আকরাম আলী, মুহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ আজিজুল হাসান, আরমান হোসেন আবির, মোহাম্মদ বাবু, তুহিন ও মনছপ আলী প্রমুখ।

এছাড়া, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে প্রায় (৫)  হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর