
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেল ৫টায় কুষ্টিয়া সদর থানা জামে মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির স্থানীয় সমর্থক মো. সাজেদুর রহমান (বিপুল), রাসেল পারভেজ, মো. তাসের এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হোসাইন।
এ সময় দলীয় নেতাকর্মীরা বলেন, “উত্তরার দুর্ঘটনা আমাদের জাতীয় জীবনে এক বেদনার ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় এমন দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীসহ অনেকেই হতাহত হয়েছেন—যা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। জাতীয় নাগরিক পার্টি সবসময় মানুষের পাশে থাকতে চায়, বিশেষ করে এমন দুঃসময়ে।”
দোয়া মাহফিলে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মুসল্লিরাও অংশ নেন।