মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

বারেসাএসাএ’র দ্বি-বার্ষিক নির্বাচন ৩০ আগস্ট, ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

নিজস্ব প্রতিবেদক
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৪৪

বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশন (বারেসাএসাএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩০ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। হালিশহরের প্রিন্স অব চিটাগাং কমিউনিটি কমপ্লেক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সংগঠনের মোট ১৬ জন সদস্য প্রার্থী হয়েছেন। যাচাই-বাছাই শেষে সকল মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান। এফবিসিসিআইভুক্ত এই সংগঠনের নির্বাচন বাণিজ্য মন্ত্রণালয়ের  প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর নিচে দেওয়া হলো:

১) জাকির হোসেন (১১১)
২) আনোয়ার হোসাইন রতন (১১২)
৩) চৌধুরী শরাফত করিম কাউসার (১১৩)
৪) শাহিন হোসেন (১১৪)
৫) এনায়েত কবির (১১৫)
৬) মাসুদ হোসেন (১১৬)
৭) আনোয়ার হোসেন পাটোয়ারি বাবুল (১১৭)
৮) মঈনুল আহসান রাসেল (১১৮)
৯) জাফর ইকবাল (১১৯)
১০) এ কে এম মাহফুজুর রহমান পিপলু (১২০)
১১) জাহিদুল হক (১২১)
১২) রুহুল আমিন গাজী (১২২)
১৩) গোলাম কিবরিয়া জগলু (১২৩)
১৪) আরিফুর রহমান (১২৪)
১৫) খন্দকার তারিকুল ইসলাম তারেক খন্দকার (১২৫)
১৬) ফেরদৌস হুদা চৌধুরী (১২৬

সংগঠনের মোট ৩৪১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখযোগ্য যে, সংগঠনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ৫ নভেম্বর। তবে বিগত বছর রাষ্ট্রীয় রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় বানিজ্য মন্ত্রানলয়ের কাছে সময় বৃদ্ধি আবেদন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর