মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

লায়ন আসলাম চৌধুরীর মানবিক উদ্যোগ: চক্ষু হাসপাতালে রোগীদের খোঁজখবর

নিজস্ব প্রতিবেদক
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৯২

চট্টগ্রাম নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪-এর প্রাক্তন গভর্ণর লায়ন আসলাম চৌধুরী এফসিএ।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে অপারেশন পরবর্তী রোগীদের সাথে কথা বলেন, তাদের চিকিৎসার অগ্রগতি ও ভবিষ্যত করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি হাসপাতালের দায়িত্বশীল চিকিৎসক ও কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন এবং রোগীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহিদুল্লাহ, হাসপাতালের অ্যাসোসিয়েটস সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু, লায়ন তারেক কামাল, লায়ন মনির হোসেন, বন্ধন লায়ন্স ক্লাবের আবুল খায়ের, মোঃ সেলিম, মামুনুর রশিদ মামুন, মোঃ পারভেজ, লিও নুর মোহাম্মদ, এনামুল হক জুয়েল, আল আমিন হোসেন, তুহিন প্রমুখ।

লায়ন আসলাম চৌধুরী রোগীদের জন্য উন্নত খাবার, প্রয়োজনীয় ওষুধ ও চশমা সরবরাহের বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। সেই সাথে রোগীদের ফলোআপ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ ধরণের পরিদর্শন লায়ন্স চক্ষু হাসপাতালের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর