
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও জুলাই অভ্যুত্থানের শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে পটুয়াখালী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন কতৃক এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দীন এবং প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ও ইতিহাস বিভাগের শিক্ষক নুরুল হামিদ কানন, ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এবং পটুয়াখালী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শামীম উদ্দীন খান বলেন, ‘শহীদ হৃদয় তরুয়া ছিলেন আমাদের সময়ের একজন সাহসী প্রতিনিধি। তিনি বৈষম্যহীন, ন্যায্য সমাজ চেয়েছিলেন। সেই আদর্শে জীবন দিয়ে গেছেন। জুলাই অভ্যুত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি প্রক্রিয়া—যেখানে শিক্ষার্থীরা তাদের স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠায় রাস্তায় নেমেছিল। আমরা শিক্ষার্থীদের দাবিগুলো বুঝি, কিন্তু সীমিত বরাদ্দের কারণে অনেক সময় পূরণ করা সম্ভব হয় না। তারপরও এ আন্দোলনের চেতনা ধরে রাখতে হবে। প্রয়োজনে ছাত্রজনতাকে আবার মাঠে নামতে হবে, কিন্তু এই বিপ্লব যেন বেহাত না হয়।’
অধ্যাপক ড. কামাল উদ্দীন বলেন, ‘পটুয়াখালী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই হৃদয় তরুয়ার স্মরণসভা আয়োজন করার জন্য। হৃদয় তরুয়া, ফরহাদের মতো ক্ষণজন্মা মানুষেরা ইতিহাস সৃষ্টি করে যান। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনুষ্ঠানের সময়সূচি আমরা আজ পরিবর্তন করেছি—কারণ আজ মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় সারাদেশ শোকাহত। তবুও হৃদয় তরুয়ার আত্মত্যাগ আমরা ভুলে যেতে পারি না। জুলাই অভ্যুত্থানে চবির অবদানে তরুয়াদের আত্মত্যাগ চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
এ সময় পটুয়াখালী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব মাহমুদ রুমী বলেন, ‘হৃদয় ছিল স্বপ্নবাজ। নিজের পরিবারের দুঃখ-কষ্ট দূর করার পাশাপাশি সে একটি বৈষম্যহীন সমাজ গড়তে চেয়েছিল। তার স্বপ্নের পথেই আমরা চলবো, সেটাই হবে তার প্রতি সত্যিকারের শ্রদ্ধা।’
উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই চট্টগ্রাম শহরের বহদ্দারহাট মোড়ে জুলাই অভ্যুত্থানের বিক্ষোভে অংশ নিয়ে হৃদয় তরুয়া গুলিবিদ্ধ হন। ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৩ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হৃদয় তরুয়া ছিলেন পটুয়াখালী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক।