মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

সিলেটে টাইগার লাইটনিং-২০২৫ মহড়া শুরু

নিজস্ব প্রতিবেদক
  • শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৪১

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ উদ্যোগে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ শীর্ষক যৌথ অনুশীলনের উদ্বোধন হয়েছে।

২৫ জুলাই (শুক্রবার) সিলেটের জালালাবাদ সেনানিবাসের প্যারা কমান্ডো ব্রিগেডে এই মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ উইন্টার। ছয়দিনব্যাপী এই অনুশীলন চলবে ৩০ জুলাই পর্যন্ত।

মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ সদস্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ সদস্য অংশগ্রহণ করছেন।

অনুশীলনের উদ্দেশ্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কৌশলগত যৌথ সক্ষমতা উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও সন্ত্রাসবিরোধী অভিযানে সমন্বিত প্রস্তুতি জোরদার করা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী এয়ার ডিফেন্স ও সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এবং প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার উপস্থিত ছিলেন।

এই মহড়া অংশগ্রহণকারী সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর