মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৯৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর মিছিল থামছে না। শনিবার সকালে আরও দুইজন দগ্ধ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।

নিহতদের মধ্যে রয়েছেন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ফারহান (১৩) এবং স্কুলের অফিস সহায়ক মাসুমা আক্তার (৩২)। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে জারিফের মৃত্যু হয় এবং ১০টা ১৫ মিনিটে মারা যান মাসুমা। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত জারিফের পিতা হাবিবুর রহমান, যিনি জানান, “আমার ছেলে ৭ম শ্রেণির ছাত্র ছিল। আজ সে আমাদের ছেড়ে চলে গেল।”

এর আগেও গতকাল শুক্রবার দুই শিক্ষার্থী আফরোজ আয়মান ও মুসাব্বির মাকিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার মারা যায় মাহিয়া তাসনিম (১৫) ও মাহতাব রহমান (১৫) নামের আরও দুই শিশু।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় অধিকাংশ হতাহতই স্কুলের শিক্ষার্থী ও কর্মচারী।

বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে দুর্ঘটনায় আহত ৪৮ জন চিকিৎসাধীন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৩৮ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

মৃতদের মধ্যে ১৭ জন মারা গেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, ১৫ জন সিএমএইচে, একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন লুবানা জেনারেল হাসপাতালে এবং একজন ইউনাইটেড হাসপাতালে।

দেশজুড়ে এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। প্রশ্ন উঠছে, জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা রোধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর