মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন

চট্টগ্রাম-হো চি মিন সিটি ‘সিস্টার সিটি’ হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৮৭

চট্টগ্রাম ও ভিয়েতনামের বৃহত্তম বাণিজ্যিক শহর হো চি মিন সিটির মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে অনুষ্ঠিত ভিয়েতনামের অনারারি কনস্যুলেট অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে এই প্রস্তাব উত্থাপিত হয়।

অনুষ্ঠানে ভিয়েতনামের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি নুয়েন মেন কুঅং এবং নবনিযুক্ত অনারারি কনসুল এস. এম. আবু তৈয়বের যৌথ আয়োজনে আয়োজিত হয় কনস্যুলেটের শুভ উদ্বোধন। এতে চট্টগ্রামসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্যে এস. এম. আবু তৈয়ব চট্টগ্রাম ও হো চি মিন সিটির মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। তার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “দুই শহরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের অপার সম্ভাবনা রয়েছে। আমরা এই সম্পর্কের জন্য সকল প্রকার সহযোগিতা করব।”

ভিয়েতনামের রাষ্ট্রদূত কুঅং তার বক্তব্যে বলেন,
“চট্টগ্রাম এবং হো চি মিন উভয় শহরই বাণিজ্য, শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ। ‘সিস্টার সিটি’ সম্পর্ক বাস্তবায়নে আমরা পূর্ণ সমর্থন ও সহযোগিতা করব।”

অনুষ্ঠানে উপস্থিত কূটনৈতিক ও সম্মানিত অতিথিরা:
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক,নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে ইয়াকোবাস,সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি,ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন,ফিলিপাইনের অনারারি কনসুল আবদুল আউয়াল,ইতালির সালমান ইস্পাহানী,স্পেনের মিয়া রহিম,রাশিয়ার আশিক ইমরান,মিয়ানমারের এইচ. এম. হাকিম আলী,দক্ষিণ কোরিয়ার মোহাম্মদ মহসিন,দক্ষিণ আফ্রিকার সোলাইমান শেঠ।

ট্টগ্রামের শিল্প-ব্যবসায়িক নেতৃত্বের উপস্থিতি:

চিটাগাং মেট্রোপলিটন চেম্বার সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান,ভিয়েতনাম চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান,ইপিজেড ইনভেস্টর ফোরাম সভাপতি শাহদাত মোশারফ খান,দৈনিক আজাদীর পরিচালক ওয়াহিদ মালেক,দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজউদ্দিন,এশিয়ান গ্রুপের আবদুস সালাম,বিএসআরএম গ্রুপের আলী হোসেন,সিকম গ্রুপের চেয়ারম্যান আমিরুল হক,প্যাসিফিক জিন্সের সৈয়দ মোহাম্মদ তানভীর,ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলসের সৈয়দ তানজিম মোজাহের,চট্টগ্রাম ক্লাব চেয়ারম্যান শাহাবুদ্দিন রাজ,বারকোড গ্রুপের মঞ্জুরুল হক,প্রান্তিক গ্রুপের এম সরোয়ার হোসেন,ওমেন চেম্বারের লুতমিলা ফরিদ, আইভি হাসান, খালেদা আউয়াল, ফরাহ কাইয়ুম,ঢাকা টাইগার গল্ফ ক্লাবের সদস্যরা

বিশেষজ্ঞদের মতে, দুই শহরের মধ্যে এই ‘সিস্টার সিটি’ সম্পর্ক শিল্প, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা ও পর্যটন খাতে নতুন দ্বার উন্মোচন করবে। চট্টগ্রামকে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করতেও ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর