বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২১৩

সবার সহযোগিতা পেলে অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজন করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ ২৬ জুলাই (শনিবার) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি নিয়ে তিনি বলেন—
“শুধু পুলিশের পক্ষে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়। সবচেয়ে বড় দায়িত্ব রাজনৈতিক দলের, তারপর নির্বাচন কমিশন ও প্রশাসনের। সবাই সহযোগিতা করলে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।”

জুলাই আন্দোলনের পরবর্তী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনের সময় লুট হওয়া ও সন্ত্রাসীদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।
তিনি বলেন—

“এখনো সব অস্ত্র উদ্ধার করা হয়নি। তবে আসন্ন নির্বাচনের আগেই অধিকাংশ অস্ত্র উদ্ধার সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”

“জুলাইয়ের সহিংসতায় হওয়া কয়েকটি হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং তদন্তও যথাযথভাবে এগোচ্ছে। তবে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমরা সতর্ক। কেউ কেউ নিজেদের স্বার্থে নিরীহ লোকদের আসামি করেছে, যা দুঃখজনক।”

পরিদর্শনের অংশ হিসেবে উপদেষ্টা সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ কার্যালয়ে যান এবং বাহিনীর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন—র‌্যাব মহাপরিচালক একে এম শহীদুর রহমান,পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক,নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর