বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

“পরিবেশ বাঁচাতে গাছ রোপণ করল সিমেন্ট ব্যবসায়ীরা”

নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭২

“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্ট গ্রুপের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর একটি স্থানীয় বিদ্যালয় মাঠে এই কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন হাকিম আলী।

লায়ন হাকিম আলী তার বক্তব্যে বলেন, “আজকের বৃক্ষরোপণ আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলবে। আমাদের শিল্পপতিরা শুধু ব্যবসায় নয়, পরিবেশ রক্ষায়ও এগিয়ে আসছেন, এটাই সময়োপযোগী উদ্যোগ।”

তিনি আরও বলেন, “ডায়মন্ড সিমেন্ট সবসময়ই পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের পক্ষে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে ব্যবসায়ী সমাজ ও জনসাধারণের মাঝে পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্ট গ্রুপের সভাপতি,সংগঠনের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কর্মসূচির অংশ হিসেবে…
কর্মসূচির আওতায় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে গাছের গুরুত্ব নিয়ে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা নিয়মিত এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ড চালিয়ে যাবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর