বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ১৪ রাজনৈতিক দলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৮৭

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আরও কিছু রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের নির্বাচনকালীন পরিস্থিতি, রাজনীতিতে সহনশীলতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গঠনের বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অংশগ্রহণকারী রাজনীতিবিদরা হলেন—

জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস
১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার
নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী
বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ
জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা
বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন
এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান
বাসদ-মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা
জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

বৈঠকে উপস্থিত নেতারা প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে একটি রাজনৈতিক সমঝোতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে গত সপ্তাহে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ আরও ১৭টি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন।

বিশ্লেষকরা বলছেন, চলমান এই সংলাপ প্রক্রিয়া দেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর