
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, “তারেক রহমান বাংলাদেশের শান্তি ও জাতীয় ঐক্যের প্রতীক। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে তিনি আপসহীন নেতৃত্ব দিচ্ছেন।”
তিনি বলেন, “দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বই একমাত্র আশার আলো। ইনশাআল্লাহ, ম্যান্ডেট নিয়ে আগামী দিনের আধুনিক বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বেই গড়ে উঠবে।”
গত শুক্রবার বিকেলে হাটহাজারীর দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্র ঘোষিত সদস্য নবায়ন কর্মসূচির অংশ হিসেবে ৮নং মেখল, ৯নং গোরদুয়ারা ও ১০নং উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি যৌথভাবে এ জনসভার আয়োজন করে।
মীর হেলাল বলেন, “একটি অপশক্তি মিডিয়ায় নানা অপপ্রচারের মাধ্যমে তারেক রহমানকে কালিমালিপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণ এই অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলার শক্তি তাদের নেই।”
নেতাকর্মীদের উপস্থিতিতে উচ্ছ্বাস..
সমাবেশে সভাপতিত্ব করেন মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইসমাইল। যৌথ সঞ্চালনায় ছিলেন জি.এম. সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম টিটু ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন —
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ,পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান,ডাক্তার রফিকুল আলম,সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান,বিএনপি নেতা আইয়ুব খান,পৌরসভার সদস্য সচিব অহিদুল আলম,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও কৃষক দলের নেতৃবৃন্দ।
সদস্য ফরম বিতরণ…
সমাবেশ শেষে তিন ইউনিয়নের নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন ব্যারিস্টার মীর হেলাল। তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।”
বিএনপি নেতারা এ সময় সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন বেগবান করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জনগণকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।